অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে বিজনেস ফোরামের বৈঠক

0

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পোবকের সাথে তার গুলশানস্থ হাই কমিশন অফিসে বৈঠক করেছেন। রবিবার সন্ধ্যায় এই বৈঠকে আগামী ৩ ও ৪ অক্টোবরে আয়োজিত ট্রেড ফেয়ার (বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম বিস্তারিত ভাবে ডেপুটি হাইকমিশনারকে অবহিত করা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বিজনেস এক্সপো উপলক্ষে গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত।

বৈঠকে দ্বিতীয় সচিব (অর্থ) জোশুয়া গাকুটান, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপক মো. নিটোল দেওয়ান, অস্ট্রেড বাংলাদেশের সিনিয়র পরিচালক মিনহাজ চৌধুরী, সিনিয়র পরিচালক (বাণিজ্য ও বিনিয়োগ) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here