অস্ট্রেলিয়ার কাছে বড় হারের পর যা বললেন নাহিদা

0

অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও শেষদিকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংয়ের ব্যাটিং নৈপুণ্যে দুইশ ছাড়ানো সংগ্রহ পায়। জবাব দিতে নেমে ব্যাট হাতে বেশি কিছু করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। কেবল নিগার সুলতানা জ্যোতি কিছুক্ষণ লড়ে গেলেও ১১৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন তারকা স্পিনার নাহিদা আক্তার।

নাহিদা আক্তার আরও বলেন, ‌‘(অস্ট্রেলিয়ার) অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে। এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি।’

প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও পরবর্তীতে ভালো করার প্রত্যাশা জানিয়ে নাহিদা বলেন, নিজেদের ঘাটতি নিয়ে আলোচনা ও কাজ করব। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে (চেষ্টা করব)।

উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা। রান তাড়ায় নেমে ৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here