অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড ফ্রিঞ্জ ফ্যাস্টিভাল’ এ মেঠোপথ থিয়েটার

0

 অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড ফ্রিঞ্জ ফ্যাস্টিভাল’ এ মেঠোপথ থিয়েটার অংশ গ্রহণ করে। ঐদিন ‘অতঃপর মাধো’ নাটকের ৩২ তম প্রদর্শনী এবং ‘মলুয়ার প্রেমাখ্যান’ ( নতুন নির্মাণ) নাটকের প্রিমিয়ার শো হয়। অতঃপর মাধো নাটকটি রচনা ও নির্দেশনা দেন অলোক বসু।

অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা এবং প্রিয়া রানি দাস। ময়মনসিংহ গীতিকা’র পাঠ অবলম্বনে ‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকটি রচনা করেছেন মু. আনেয়ার হোসেন রনি। নিদের্শনায় শামীমা আক্তার মুক্তা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইমরান হোসেন, শিশির রহমান, শামীমা আক্তার মুক্তা, অনন্যা চৌধুরী অনু, প্রিয়া রানি দাস, মনোহর চন্দ্র দাস ও আনিকা আফরিন প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here