অস্ট্রেলিয়ার সিডনি সৈকত হামলায় জড়িত দুই সন্দেহভাজন ব্যক্তির মধ্যে একজন সাজিদ আকরাম। তিনি ঘটনার সময় ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন। সেই সাথে তিনি ভারতের নাগরিক, এমনটাই জানিয়েছে পুলিশ।
তেলেঙ্গানা পুলিশ মঙ্গলবার নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়ান পুলিশের গুলিতে নিহত হওয়া আকরাম আসলে হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন এবং প্রায় তিন দশক অস্ট্রেলিয়ায় বসবাস করা সত্ত্বেও তিনি তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি।
এই হামলাকারী বাবা-ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাওয়ার মাঝেই এই তথ্য প্রকাশ পেল। হানুক্কার অনুষ্ঠানের সময় চালানো এই হামলায় ১৫ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
কে এই সাজিদ আকরাম? তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জানিয়েছেন, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম হায়দ্রাবাদের স্থানীয় বাসিন্দা ছিলেন। তিনি ১৯৯৮ সালের নভেম্বরে প্রথমে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় চলে যান। পুলিশ আরও জানায়, ভারত ছাড়ার আগে তিনি হায়দ্রাবাদ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং এরপর কর্মসংস্থানের সন্ধানে বিদেশে পাড়ি দেন।
আকরাম প্রায় ২৭ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন। এই সময়ে হায়দ্রাবাদে তার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল খুবই সীমিত। তেলেঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তারা বলেছেন, আকরাম কথিত চরমপন্থী হয়ে ওঠার সঙ্গে ভারতের কোনো কার্যগত বা আদর্শগত সংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আকরাম সর্বশেষ ২০২২ সালে হায়দ্রাবাদে এসেছিলেন। তিনি এখনও ভারতীয় পাসপোর্ট বহন করতেন, যদিও তার সন্তানরা সিডনি সৈকত হামলার অপর সন্দেহভাজন তার ছেলে এবং একটি মেয়ে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে এবং তারা অস্ট্রেলিয়ান নাগরিক।
সূত্র: এনডিটিভি

