অস্ট্রেলিয়ায় হামলাকারীদের একজন ব্যবহার করছিলেন ভারতীয় পাসপোর্ট

0
অস্ট্রেলিয়ায় হামলাকারীদের একজন ব্যবহার করছিলেন ভারতীয় পাসপোর্ট

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে হানুক্কাহ উৎসব চলাকালীন বন্দুক হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই হামলাকারী গত মাসে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। সেই সফরের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে হামলাকারীদের ব্যবহৃত গাড়িতে দুটি হাতে তৈরি আইএসআইএল পতাকা খুঁজে পাওয়ার পর পুলিশ এই হামলার পেছনে আইএসআইএলের মতাদর্শের অনুপ্রেরণা থাকতে পারে বলে মনে করছে। 

যদিও কর্তৃপক্ষ এখনও তাদের পরিচয় নিশ্চিত করেনি। কিছু অস্ট্রেলীয় সংবাদমাধ্যম, যার মধ্যে এবিসি রয়েছেও তারা হামলাকারীদের নাম সাজিদ আকরাম (৫০) এবং নাভেদ আকরাম (২৪) বলে উল্লেখ করেছে। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সাজিদ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছিলেন, অন্যদিকে নাভেদ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, এই হামলায় জড়িত ছিলেন বাবা ও ছেলে। হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরদিনই নিহতদের স্মরণে সারা দেশে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

নিহতদের বয়স ১০ বছর থেকে শুরু করে ৮৭ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে অন্যতম হলেন চাবাদ বন্ডির সহকারী রাবাই ইলাই শ্ল্যাঙ্গার। ৪১ বছর বয়সী এই ব্রিটিশ-বংশোদ্ভূত রাবাই গত ১৮ বছর ধরে সিডনিতে বসবাস করছিলেন এবং সম্প্রতি তিনি পঞ্চমবারের মতো বাবা হয়েছিলেন। তাঁর বন্ধু অ্যালেক্স রিভচিন তাঁকে “দয়া, অনুগ্রহ এবং উদারতার আলোয় আমাদের জীবন আলোকিত করা মানুষ” হিসাবে বর্ণনা করেছেন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজনরা হলেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ২৪ বছর বয়সী ছেলে। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে বাবা নিহত হন। ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আঘাতের কারণে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ ইঙ্গিত দিয়েছে। ল্যানিয়ন আরও জানান, নিহত বাবা একজন লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী ছিলেন এবং তার নামে ছয়টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here