অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরী নিহত

0

অস্ট্রেলিয়ায় সাগরে সাঁতার কাটার সময় হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, দেশটিতে পাঁচ সপ্তাহের মধ্যে হাঙরের তৃতীয় প্রাণঘাতী আক্রমণের ঘটনা এটি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে সাঁতার কাটছিলেন ওই কিশোরী। এ সময় তার ওপর আক্রমণ করে একটি হাঙর। তখন কুইন্সল্যান্ডের উরিম সমুদ্র সৈকতে জরুরি চিকিৎসা কর্মীরা দ্রুত পৌঁছে কিশোরীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। 

অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থার এক মুখপাত্র জানান, কিশোরীর শরীরের ওপরের অংশে গুরুতর আঘাত পেয়েছিল।

এক স্থানীয় বাসিন্দা ব্রিসবেনভিত্তিক কুরিয়ার-মেইল পত্রিকাকে জানান, পুলিশ পানিতে নেমে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানায়, রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ব্রিবি আইল্যান্ডের জনপ্রিয় সার্ফিং এলাকায় দুপুরের দিকে সাঁতার কাটার সময় হাঙর তাকে কামড় দেয়।

কুইন্সল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেন, সে প্রাণঘাতী আঘাত পেয়েছিল এবং প্রায় ১৫ মিনিটের মধ্যেই মারা যায়।

এর আগে, ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্রানাইটস নামে পরিচিত একটি সৈকতে হাঙরের আক্রমণের শিকার হন ২৮ বছর বয়সী এক সার্ফার। তার কয়েক দিন আগে ২৮ ডিসেম্বর কুইন্সল্যান্ডের কেপেল বে আইল্যান্ডস ন্যাশনাল পার্কের উপকূলে বর্শা দিয়ে মাছ ধরার করার সময় ৪০ বছর বয়সী এক পাদ্রিকে হাঙর গলায় কামড় দিলে তিনি মারা যান। এই এলাকা গ্রেট ব্যারিয়ার রিফের অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here