চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া সমস্ত সরকারি ডিভাইস এবং সিস্টেমে ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করেছে।
জানুয়ারিতে ডিপসিক বিশ্বকে অবাক করে দিয়েছিল। চীনের এই চ্যাটবট চ্যাটজিপিটির মতো মার্কিন প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়েছিল। চীনা কোম্পানির দাবি, ডিপসিকের প্রশিক্ষণ খরচ অনেক কম।
অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিকভাবে স্টক মার্কেট থেকে কোটি কোটি ডলার হাওয়া হয়ে গেছে ডিপসিকের কারণে।
অস্ট্রেলিয়ান সরকার বলেছে, এই নিষেধাজ্ঞা অ্যাপটির চীনা উৎপত্তির কারণে নয় বরং জাতীয় নিরাপত্তার জন্য এটি “অগ্রহণযোগ্য ঝুঁকি” তৈরির করতে পারে।
অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের ফলে বিশেষভাবে যেকোনো সরকারি প্রতিষ্ঠানকে “ডিপসিক পণ্য, অ্যাপ্লিকেশন এবং ওয়েব পরিষেবা ব্যবহার বা ইনস্টলেশন করতে পারবে না। যেকোনো সরকারি সিস্টেম বা ডিভাইসে পূর্বে ইনস্টল করা ডিপসিক অপসারণ করতে হবে।
এর অর্থ হল, অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন এবং আবহাওয়া ব্যুরো-এর মতো বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মীসহ দেশের বিভিন্ন ধরণের কর্মী এই সরঞ্জামগুলি ব্যবহার করতে পারবেন না।
স্কুলের মতো অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পাবলিক সেক্টরের কম্পিউটার থেকে ডিপসিক নিষিদ্ধ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এই নিষেধাজ্ঞা বেসরকারি নাগরিকদের ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

