অস্ট্রেলিয়ায় চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

0
অস্ট্রেলিয়ায় চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (সিইউএএএ) তাদের নতুন নির্বাহী কমিটি গঠন করেছে। রবিবার (১৯ অক্টোবর) সিডনিতে অ্যানুয়াল ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠানের পর এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৩০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, পরিবার ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আকর্ষণীয় কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং, এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আনুষ্ঠানিক পর্ব শেষে আগামী মেয়াদের জন্য সিইউএএএ এর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করার, অ্যালামনাইদের মধ্যে পেশাগত সহযোগিতা জোরদার করার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় কাজ করার এবং অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক পরিমণ্ডলে সিইউএএএ এর অবস্থান সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি. আব্দুস সাত্তার খাজা, সহ-সভাপতি. মো. আলী আসগর (প্রতিষ্ঠাতা সদস্য), সাধারণ সম্পাদক. মাসুদ চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক. সালিনা আক্তার, কোষাধ্যক্ষ. মাহমুদ খান, ইভেন্ট/সাংস্কৃতিক সম্পাদক. শায়লা হক তানজু, প্রকাশনা সম্পাদক. ফজলে এলাহী প্রধান, কার্যনির্বাহী সদস্য, মো. রেজাউল আনোয়ার, এ.এন.এম. নিজাম উদ্দিন চৌধুরী, তৌফিকুল ওয়াহাব তৌফিক, পাবলিক অফিসার আজহারুল হক আরিফ। এছাড়া পরামর্শক কমিটিতে দায়িত্ব পেয়েছেন চারজন বিশিষ্ট সদস্য. শাহিদ ভুঁইয়া, মুস্তাফিজুর রহমান, শামসুজ্জামান শামীম (প্রতিষ্ঠাতা সদস্য), এবং আশিকুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য)।

নতুত কমিটি এক বিবৃতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অ্যালামনাই, স্বেচ্ছাসেবক শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে, আগামীতেও তারা আরও তাৎপর্যপূর্ণ উদ্যোগ, শিক্ষামূলক কার্যক্রম ও পরিবার কেন্দ্রিক কমিউনিটি ইভেন্ট আয়োজন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া সিইউএএএ তাদের নতুন অধ্যায়ে প্রবেশ করছে অস্ট্রেলিয়ার প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য, সম্প্রীতি ও সেবার অঙ্গীকার নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here