বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সিডনির স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি ড. মাসুদুল হক।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাবিব হাসান টুলু। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, কুমিল্লা ছাত্রলীগ নেতা হৃদয় সাহা, ঢাকা উত্তরের অর্ক হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, অনলাইন লিডিং অ্যাক্টিভিস্ট গোলাম ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু, দিদার হোসেন, শাহ কামাল, শাকুর, সহসভাপতি কালাম খান, বিলকিস জাহান (আহ্বায়ক মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া) ও বাংলাদেশ আওয়ামী অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ইয়াসমিন।
আওয়ামী লীগের জন্মদিনে অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. মাসুদুল হক এবং বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি রফিকুল ইসলাম তাদের তথ্যবহুল বক্তৃতার মাধ্যমে দলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পথচলা এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত সহ সভাপতি মৌসুমী সাহা, ছাত্রলীগ নেতা ফাহাদ আসগর, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ধানসিঁড়ি রেস্টুরেন্টের কর্ণধার জামাল হোসেন, নওয়াব রেস্টুরেন্টের কর্ণধার ও আওয়ামী নেতা শফিক শেখ, ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, সময় টিভির সিডনি প্রতিনিধি ও সাংবাদিক আমিনুল রুবেল, কবি ও লেখক ফাহাদ আসমার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ড. সিরাজুল হক তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে সবাইকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। নৈশভোজ শেষে কাটা হয় জন্মদিনের কেক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি।