অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে কুরআন শিক্ষা কর্মসূচি শুরু

0
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে কুরআন শিক্ষা কর্মসূচি শুরু

অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলিম সমাজের বয়স্কদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রম শুরু করেছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। সোমবার মাগরিবের পর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থী জাকির হোসেনের হাতে পবিত্র কুরআন তুলে দেন বয়স্ক কুরআন শিক্ষার প্রিন্সিপ্যাল গোলাম কিবরিয়া ও শিক্ষক সাইফুল খাদেম।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও ইসলামি শিক্ষা চর্চা ও কুরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বয়স্কদের জন্য এই শিক্ষা কর্মসূচি খুবই প্রয়োজন। 

শিক্ষার্থী জাকির হোসেন বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে কুরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. ইখলাস বাবু। আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন ও কোষাধক্ষ জাহেরুল ইসলামসহ অন্যরা। 

অনুষ্ঠানের শেষে মোনাজাতে সবার কল্যাণ কামনা করা হয়। পরে রাতের খাবার পরিবেশন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here