ইরানে দুই সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের মুখে নিজ দেশের নাগরকিদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিক্ষোভের কারণে সেখানে বিমান চলাচল বাতিল হওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বাণিজ্যিক কার্যক্রম সীমিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করেন ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও সেখানে অবস্থান করতে হলে প্রয়োজনীয় খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রাখতে বলা হয়েছে।
এদিকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

