অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সাবালেঙ্কা

0

গতবারের মতো এবারও অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন বেলারুশ কন্যা আরিনা সাবালেঙ্কা। নারী এককের ফাইনালে ৭৬ মিনিটের লড়াইয়ে চীনের জেং কিনওয়েনকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন তিনি।

আসরের শুরু থেকেই দাপুটে ফর্ম ধরে রাখেন সাবালেঙ্কা। প্রথম রাউন্ড থেকে ফাইনাল- কোনো সেট না হেরেই এই পথ পাড়ি দেন তিনি। ২০০০ সালের পর কোনো সেট না হেরে এনিয়ে পাঁচজন খেলোয়াড় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। তাতেই বোঝা যায়, আসরজুড়ে প্রতিপক্ষের ওপর কতটা চড়াও ছিলেন বেলারুশ কন্যা।  

অন্যদিকে জেং ছিলেন তার প্রথম গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষায়। ১০ বছর আগে এখানেই শিরোপা জেতেন তার স্বদেশি খেলোয়াড় লি না। কিন্তু সাবালেঙ্কার দাপটের কাছে টিকতেই পারলেন না জেং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here