আবারও অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে গেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯৮তম অস্কারের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ থেকে পাঠানো ‘বাড়ির নাম শাহানা’।
নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। আসন্ন অস্কার আসরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জমা পড়েছিল বাংলাদেশসহ মোট ৮৬টি দেশের সিনেমা। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয় ১৫টি ছবি। এগুলো হলো, আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অব ফলিং’, ভারতের ‘হোমবাউন্ড’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্টস কেক’, জাপানের ‘কোকুহো’, জর্ডানের ‘অল দ্যাট লেফটস অব ইউ’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’, দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’, স্পেনের ‘সিরেট’, সুইজারল্যান্ডের ‘লেট শিফট’, তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ ও তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। প্রকাশিত এই তালিকা থেকে অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি চলচ্চিত্র।
এবারের অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশায় ‘বাড়ির নাম শাহানা’ ছাড়াও জমা পড়েছিল মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ ও মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির ছয় সদস্য যাচাই-বাছাই ও পর্যালোচনা করে ‘বাড়ির নাম শাহানা’ চূড়ান্ত করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ এবারের অস্কারের মোট ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। বাকি ১১টি বিভাগ হলো অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কাস্টিং, চিত্রগ্রহণ, প্রামাণ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মৌলিক আবহ সংগীত, মৌলিক গান, শব্দ ও ভিজ্যুয়াল ইফেক্টস।
২০২৬ সালের ২২ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। এরপর ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। যেখানে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

