তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য অস্কার জয় করে আলোচনায় ভারতীয় প্রযোজক গুনীত মোঙ্গা। অস্কার জয়ের পর থেকেই তিনি আমন্ত্রণ পাচ্ছেন নানা আয়োজনে। সেই অনুষ্ঠানে হাজির হতে গিয়েই তাকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। অস্কার জয়ের পর থেকে কী ঘটছে তাঁর সঙ্গে, তা নিজেই জানালেন এই নির্মাতা।
যেখানেই যান বিমানবন্দরের কর্মকর্তারা অস্কার ট্রফি দেখতে চান। গুনীতের মতে, আসলে তিনি নন হাতের অস্কার ট্রফিটা নিয়েই সবার যত আগ্রহ। অনেকেই ছবি তুলতে চান। গুনীতের দাবি, ফ্রেমে অস্কারের ট্রফিটি থাকলেই হল, তিনি থাকার কোনো দরকার নেই।
বর্তমানে প্রযোজক গুনীত রয়েছেন ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে।