অস্কারে যাওয়া ‘লাপাতা লেডিজ’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ

0

কিরণ রাও পরিচালিত বহুল আলোচিত বলিউড ছবি ‘লাপতা লেডিজ’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে। গুঞ্জন, ২০১৯ সালের আরব ছবি ‘বোরখা সিটি’কে নকল করে ছবি বানিয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিও থেকেই এই জল্পনা।

বলা বাহুল্য, ভিডিওটি দর্শকদের ভাবিয়ে তুলেছে। প্রশ্ন উঠেছে যে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ কি তাহলে মৌলিক ছবি নয়?

আরবি ছবির ওই ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একজন নববিবাহিত পুরুষ তার স্ত্রীকে খুঁজে চলেছেন। কারণ বোরখা পরিহিত আর এক নারী চলে আসেন তার স্ত্রীর জায়গায়। এই দ্বন্দ্বের ওপর ভিত্তি করেই এগিয়েছে সেই আরব ছবির গল্প।

ভিডিওটি ছড়াতেই নেটিজেনরা এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মন্তব্য এমন, বলিউড যা তৈরি করে তা কোনো মৌলিক শিল্পকর্ম বলে মনে হয় না। এগুলি সবই নির্লজ্জভাবে অন্য কোথাও থেকে কপি পেস্ট করা হয়েছে, নির্লজ্জভাবে মৌলিক কাজ হিসেবে বিল করা হয়েছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতে চুরি করাটা নতুন কিছু নয়’।

গত বছরের ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। কিরণ রাও পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রন্ত, নিতাংশী গোয়েল এবং রবি কিশন।

এই ছবি দর্শককে ২০০১ সালের গ্রামীণ ভারতের দুনিয়ায় নিয়ে চলে যাবে। এক ট্রেন সফরে দুই কনের অদল বদল হয়ে যাওয়ার কাহিনি ছিল এই ‘লাপাতা লেডিজ’। এতে এক ব্যক্তি তার সদ্য বিবাহিত স্ত্রীকেই খুঁজে চলে সারাক্ষণ।

এদিকে চলতি বছরের অস্কারের দৌড়েও জায়গা করেছিল ছবিটি। কিন্তু চূড়ান্ত পর্বে পৌঁছনোর আগেই শেষ হয় ছবির অস্কার-দৌড়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here