অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটনের মৃত্যু

0
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটনের মৃত্যু

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কারজয়ী তারকা ডায়ান কিটনের মৃত্যু হয়েছে। ৭৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন এই মার্কিন অভিনেত্রী।

স্থানীয় সময় শনিবার পিপল ম্যাগাজিনকে তার পরিবারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

ক্যারিয়ারে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ডায়ান কিটন। তিনি হলিউডে নিজের স্বতন্ত্র ফ্যাশনধারা- সুট, টার্টলনেক সোয়েটার এবং চওড়া টুপির জন্য পরিচিত ছিলেন।

১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ ট্রিলজিতে আল পাচিনোর বিপরীতে কে অ্যাডামস চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি। একই সময়য়েপরিচালক উডি অ্যালেনের সঙ্গে ‘অ্যানি হল’-এ অসাধারণ অভিনয় তাকে এনে দেয় অস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

‘অ্যানি হল’ সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। এর মাধ্যমে কিটন শুধু হলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবেই নয়, বরং এক স্টাইল আইকন হিসেবেও জায়গা করে নেন।

উডি অ্যালেনের সঙ্গে মোট আটটি চলচ্চিত্রে কাজ করেছেন কিটন। এর মধ্যে ১৯৭৯ সালের বিখ্যাত ‘ম্যানহাটন’ উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here