বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই স্পষ্টবাদী। বিভিন্ন বিষয়ে বিতর্কের মুখে পড়লেও তিনি নিজের মতামত জানাতে দ্বিধাবোধ করেন না। এবার তার মন্তব্যের কেন্দ্রবিন্দু “অস্কার বনাম জাতীয় পুরস্কার”। কঙ্গনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক পুরস্কার নয়, ভারতের জাতীয় পুরস্কারই তার কাছে সর্বোচ্চ সম্মানের।
সম্প্রতি কঙ্গনার পরিচালিত ও অভিনীত ছবি “ইমার্জেন্সি” মুক্তি পেয়েছে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে। মুক্তির পরপরই ছবিটি “ট্রেন্ডিং ১” স্থানে চলে আসে। এই সাফল্যে উচ্ছ্বসিত এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “এই ছবি আন্তর্জাতিক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে পারে”।
এর জবাবে কঙ্গনা জানান, তার কাছে অস্কারের কোনো মূল্য নেই। তিনি বলেন, “অস্কারের পেছনে দৌড়ানো একদমই বোকামি! আমার কাছে জাতীয় পুরস্কারই যথেষ্ট। ‘ইমার্জেন্সি’ যদি জাতীয় সম্মান পায়, তাতেই আমি খুশি”।
তিনি আরো বলেন, “আমাদের নিজেদের পুরস্কার ও স্বীকৃতির মূল্য সবচেয়ে বেশি হওয়া উচিত। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার আমার কাছে গর্বের বিষয়”।
“ইমার্জেন্সি” ছবিতে কঙ্গনা অভিনয় করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কঙ্গনার পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্র সেই সময়ের ঘটনাগুলো তুলে ধরেছে।
তবে কঙ্গনার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে সমালোচনা।