মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান হঠাৎই মুম্বাইয়ের সব কাজ ফেলে চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত অভিনেতার মা জিনাত হুসেইনের অসুস্থতা কারণে তিনি মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে অবস্থান করছেন। খবর হিন্দুস্তান টাইমস এর।
জানা গেছে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ বছর বয়সী জিনাত হুসেইন। সে কারণেই মায়ের পাশে থাকতে মাস খানেকের জন্য চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির। হাসপাতালের কাছেই একটি হোটেলে থাকছেন অভিনেতা।
লাল সিং চাড্ডার ব্যর্থতার পর আমির দীর্ঘসময় অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তবে সম্প্রতি তিনি নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘সিতারে জমিন পর’। স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’-এর অফিশিয়াল রিমেক হতে চলেছে এই ছবি।