অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অসি বাংলা সিস্টারহুড এর উদ্যোগে সিডনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ মার্চ (রবিবার) লিভারপুলে ঈদমেলার আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে এই মেলা শুরুর সাথে সাথেই এই সুবিশাল অডিটোরিয়াম আগত অতিথিদের দিয়ে ভরে যায়।
ঈদ মেলায় ৭৫ টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিলো। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আকার সুযোগ ছিলো। এই অংশগ্রহণকারী স্টলের বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তারা।
অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্টতা জান্নাত ফেরদৌস এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে অংশগ্রহণকারী কমিউনিটির নানান বয়সের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সব অতিথিরা সুন্দর ব্যাবস্থাপনার বিপুল প্রশংসা করেন। সুবিশাল অডিটোরিয়ামে স্টলগুলি এত সুন্দরভাবে সাজানো ছিল যে, আগত দর্শনার্থীরা সানন্দে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারছিলেন। রমজানের থিমে সাজানো রিবনস এন্ড রোজেজ এর ব্যানার সকল অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।
অস্টেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান। মেলায় খাবারের স্টলগুলি অত্যন্ত ব্যাস্ত সময় পার করে আর খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল সব আইটেম সোল্ড আউট ঘোষণা করেন।
সিডনির বাইরের শহরগুলি থেকেও অনেক অতিথি এই মেলায় উপস্থিত হয়ে এর সুষ্ঠু পরিপাটি আয়োজনের প্রশংসা করেন। এই ঈদ মেলা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি অসাধারণ মিলনমেলার দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।