‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারলেই কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে’

0

জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারলে কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কবি যদি পরিপূর্ণ জীবন পেতেন তাহলে আমাদের আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন।’

জাতীয় কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। সম্মানিত বক্তা ছিলেন কবির দৌহিত্রী খিলখিল কাজী। 

এসময় আরও বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিমিন হোসেন রিমি এমপি, হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, নাজিম উদ্দীন আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহা. মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মুহাম্মদ শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা সৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। 

এদিকে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুল একাডেমি মাঠে গ্রামীণ মেলা বসেছে। এরআগে সকালে ময়মনসিংহ নগরীতে নজরুল সেনা স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। 

এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী অনুষ্ঠানে বৃহস্পতিবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here