অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

0
অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা ও মারধরের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মামলা গ্রহণ করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন বরগুনার তালতলী উপজেলার আলীর বন্দর গ্রামের আ. বারেকের ছেলে রাসেল (২৭) ও তার সহযোগী সাইফুল (২২)।

জানা গেছে, আসামি রাসেল ভুক্তভোগী গৃহবধূর দেবর। এক সন্তানের এই গৃহবধূর স্বামী মালয়েশিয়ায় কর্মরত। সেই সুযোগে রাসেল তার ভাবিকে বিভিন্ন সময় উত্যক্ত করত। গৃহবধূ প্রতিবাদ করলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

গত ১১ অক্টোবর শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গৃহবধূ ঘরের দরজা খুলে বাথরুমে গেলে রাসেল ঘরে লুকিয়ে পড়ে। গৃহবধূ ফিরে আসার পর রাসেল মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। এসময় সহযোগী সাইফুল ঘরে ঢোকে।

পরে গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুজনেই পালিয়ে যায়। পরে তালতলী হাসপাতালে চিকিৎসা শেষে তিনি মামলা করেন। পুলিশ জানায়, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের মুঠোফোন বন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here