অসদাচরণের অভিযোগে শাস্তি পেল ইতো

0
অসদাচরণের অভিযোগে শাস্তি পেল ইতো

অসদাচরণের দায়ে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান সামুয়েল ইতোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। সেই সাথে তাকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

তবে বার্সেলোনার সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে শাস্তিকে অযৌক্তিক বলছে দেশটির ফুটবল ফেডারেশন। তারা এর বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন। 

এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় ক্যামেরুন। ম্যাচ চলাকালে রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে সিএএফের প্রেসিডেন্টের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সামুয়েল ইতোকে। ওই সময় মাঠে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। হাতাহাতিতে জড়াতে দেখা যায় দুই দলের খেলোয়াড়দের। পরে রবিবার (১১ জানুয়ারি) ওই ঘটনার তদন্ত শুরু করার কথা জানায় সিএএফ।

এদিকে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও সেনেগাল। সেমিফাইনালের ম্যাচে বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও দুদল গোল করতে ব্যর্থ হয়। এরপর টাইব্রেকারে নাইজেরিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মরক্কো।

আরেক সেমিফাইনালে সাদিও মানের একমাত্র গোলে মোহামেদ সালাহ’র মিশরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেনেগাল। আগামী রবিবার (১৮ জানুয়ারি) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here