‘অশ্লীল’ তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান

0
'অশ্লীল' তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান

সিনেমায় হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিতের ‘খলনায়ক’ সিনেমার একটি গান দারুণ জনপ্রিয় হলেও ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে নিষিদ্ধ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ লিখেছে, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া পায় ওই সিনেমাটি। মাত্র ৪ কোটি রুপিতে নির্মিত ‘খলনায়ক’ ২১ কোটি রুপি আয় করলেও এই সিনেমার একটি গানের কথা মাধুরীর নাচে ঝড় তোলা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা।

অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানটিকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন সে সময়ে। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন।

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটি কেবল সমালোচনায়-বিতর্কে আটকে থাকেনি। গড়ায় আদালত পর্যন্ত। সেন্সর বোর্ডের কাছে অভিযোগকারীরা দাবি করেন যে ওই গানটি সিনেমা থেকে কাঁটছাট করতে হবে। আর বিক্রি হওয়া গানের ক্যাসেটগুলো বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

আদালত শেষ পর্যন্ত রায় দেয় যে যে গানের কথায় কোনো আপত্তিকর বিষয় নেই। তবে তাতেও বিতর্ক থামেনি শিবসেনার প্রধান বাল ঠাকরে প্রকাশ্যে গানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এতে আপত্তিকর কিছু নেই, প্রতিবাদ, বিতর্ক বন্ধ করা হোক।’

তবে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।

২০২৪ সালে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে ‘চোলি কে পিছে ২.০’ নতুন রূপে ফিরে আসে। এই সংস্করণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হলেও দর্শকের ব্যাপক ভালোবাসা পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here