অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ইতিহাস

0

সিডনি টেস্টের আগে ইতিহাসের পাতায় জশপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে রেটিং পয়েন্টের নিরিখে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিলেন তিনি। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। এবার তার রেটিং পয়েন্ট পৌঁছে গেল ৯০৭-এ। এর আগে আর কোনও ভারতীয় বোলার রেটিং পয়েন্টে এই উচ্চতায় পৌঁছতে পারেননি।

ব্রিজবেন টেস্ট শেষেই অশ্বিনের ৯০৪ রেটিং পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছিলেন বুমরাহ। মেলবোর্নে দলের ১৮৪ রানে হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন অশ্বিন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচে থেকে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

বুমরাহর ৯০৭ রেটিং পয়েন্ট টেস্ট বোলারদের মধ্যে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম সেরা।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও প্যাট কামিন্স। দুই ধাপ নিচে নেমে চারে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম তিন স্থানে আগের মতোই ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই ইনিংসে ফিফটি করে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে ভারতের যশস্বী জয়সওয়াল।

টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here