সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার গভীরে স্টিল বডির একটি বড় ফিশিং ট্রলারে আগুন লেগে ইঞ্জিন বিকল হয়েছে। এসময় ওই ফিশিং ট্রলারে থাকা ৩৫ জেলে অন্য ফিশিং ট্রলারে আশ্রয় নিয়ে বেঁচে যায়।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গোপসাগর ফেয়ারওয়ে বয়ার ১২ নটিক্যাল মাইল গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় কোস্টগার্ড।
গভীর সাগর থেকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহিদ ফরিদ এসব উদ্ধার জেলেদের মোংলায় নিয়ে আসছে। ট্রলারের ইঞ্জিন আগুন লেগে বিকল হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কেউ।