লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এ ফিরছে ক্রিকেট। তবে সেই আনন্দ ভাগ করে নিতে পারছে না বাংলাদেশ, পাকিস্তানের মতো শক্তিশালী দল।
দুবাইয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিং শেষে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। তবে এবারের আসরে দল বাছাই হবে না আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে।
বরং প্রতিটি মহাদেশ থেকে শীর্ষ দলগুলো সরাসরি সুযোগ পাবে, আর ষষ্ঠ দল নির্ধারিত হবে একটি গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে।
এই নিয়ম অনুযায়ী, এশিয়া থেকে জায়গা প্রায় নিশ্চিত ভারতের। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে ভারতই এশিয়ার সেরা দল। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান—সাম্প্রতিক পারফরম্যান্সে যারা পিছিয়ে, তারা বাদ পড়তে পারে বা কঠিন বাছাইপর্ব খেলতে হতে পারে।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, “বোর্ড আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও লস অ্যাঞ্জেলেস ২০২৮ গেমসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেসে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে, যেখানে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজকেও সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। গ্লোবাল কোয়ালিফায়ার সংক্রান্ত বিস্তারিত জানানো হবে শিগগিরই। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই।
সোর্স: রয়টার্স

