ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। সম্প্রতি গ্যালাপের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, বর্তমানে অর্ধেকেরও কম মার্কিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ডেমোক্রেটদের মধ্যে, ৫৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে, ২১ শতাংশ ডেমোক্রেট ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল।
রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিংয়ের ২৫ বছরের মধ্যে ইসরায়েলিদের প্রতি ৪৬ শতাংশ সমর্থন প্রকাশ এ সর্বনিম্ন।
যদিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আমেরিকানরা ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি তাদের সহানুভূতি বেশি বলে, তবুও গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিং অনুসারে, ইসরায়েলের প্রতি ৪৬% সমর্থন গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ইসরায়েলিদের প্রতি আমেরিকানদের সহানুভূতির এই প্রবণতার পূর্ববর্তী ৫১% সর্বনিম্ন পয়েন্ট গত বছর এবং ২০০১ সালে রেকর্ড করা হয়েছিল। একই সময়ে, ৩৩% মার্কিন প্রাপ্তবয়স্ক যারা এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বলে দাবি করেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় ছয় শতাংশ পয়েন্ট বেশি এবং সর্বোচ্চ দুই পয়েন্ট বেশি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সূত্র: গ্যালাপ