পাকিস্তানকে ১২০ কোটি ডলার ঋণ দিতে আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, পাকিস্তানের জন্য এই ঋণ ছাড় করা হবে কি না। আইএমএফের চলমান দুটি প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়ার কথা রয়েছে—যার লক্ষ্য পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা দেওয়া।
আইএমএফের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায় সাত বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার কথা পাকিস্তানের। এর মধ্যে আপাতত এক বিলিয়ন ডলার ছাড় পেতে পারে দেশটি। অন্যদিকে রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফান্ড (আরএসএফ) প্রকল্পের আওতায় ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার কথা থাকলেও প্রথম ধাপে ২০০ মিলিয়ন ডলার ছাড় করা হতে পারে।
গত ১৪ অক্টোবর আইএমএফ ও পাকিস্তান স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্টে (এসএলএ) পৌঁছায়। আগামী ৮ ডিসেম্বর নির্বাহী কমিটি এই চুক্তির অনুমোদন দিলে দুটি প্রকল্প মিলিয়ে পাকিস্তান মোট ১২০ কোটি ডলার ঋণ পাবে। অনুমোদন পাওয়া গেলে ৯ ডিসেম্বরই ঋণের অর্থ হস্তান্তর করতে পারে আইএমএফ। এতে ইএফএফ ও আরএসএফ প্রকল্পের আওতায় পাকিস্তানের মোট প্রাপ্ত ঋণের পরিমাণ দাঁড়াবে ৩.৩ বিলিয়ন ডলার।
সূত্র: ডন

