অমঙ্গল কামনাকারীরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: পুতিন

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন বলেছেন, অমঙ্গল কামনাকারীরা রাশিয়াকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বাড়িয়েছ। মন্ত্রিসভার সদস্যদের প্রতি তিনি এটা গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। 

পুতিন বলেছেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদ দেশের ১৯০টি জাতিগোষ্ঠীর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করবে।

ইউক্রেনে হামলা শুরু করার পর পুতিন একাধিকবার পশ্চিমা দ্বারা রাশিয়া ‘অস্তিত্বগত হুমকির মুখে’ উল্লেখ করে রাশিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু রুশ জাতিগত গোষ্ঠীগুলো মাঝেমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। 

ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়া সেনা সম্প্রসারণের উদ্যোগ নেই। রুশ জাতিগত গোষ্ঠীগুলো থেকে জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তকরণের অভিযোগ রয়েছে। 

ইউক্রেন রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরুর কথা বলেছে। গত কয়েক সপ্তাহ যাবত রাশিয়ার বেলগোরোদ অঞ্চল ইউক্রেনের গোলার মুখে পড়ছে। শুক্রবার ইউক্রেনীয় গোলায় দুইজন রুশ নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে পুতিন রাশিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here