অভিষেক ম্যাচে ১৭৭ রান করে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড

0
অভিষেক ম্যাচে ১৭৭ রান করে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড

পাকিস্তানের হয়ে যুব ওয়ানডে অভিষেকের উপলক্ষ স্মরণীয় করে রাখলেন সামির মিনহাস। দেড়শ ছাড়ানো বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচে ১৪৮ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন সামির। দুবাইয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে তার ইনিংসটি গড়া ১১ চার ও ৮ ছক্কায়।

যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। সামির পেছনে ফেলে দিলেন গত বছর একই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে শাহজাইব খানের ১৫৯ রানের ইনিংসকে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন সামিরের। এখানে তিনি ছাড়িয়ে যান একই শহরে তার কিছুক্ষণ আগে ১৭১ রানের ইনিংস খেলা ভারতের বৈভাব সুর্যবংশিকে।

সামিরের পাশাপাশি এদিন সেঞ্চুরি করেন আহমেদ হুসাইনও। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানে ২ উইকেট হারানোর পর, তৃতীয় উইকেটে সামির ও আহমেদ গড়েন ২৯৩ রানের জুটি।

যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনও ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩০৩ রান যোগ করেছিলেন তারা।

৫০ ওভারে পাকিস্তান করে ৩ উইকেটে ৩৪৫ রান। পরে বোলারদের সম্মিলিত অবদানে মালয়েশিয়াকে ৪৮ রানে গুটিয়ে ২৯৭ রানের বিশাল জয় পায় তারা। ম্যাচ-সেরার পুরস্কার জেতেন সামির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here