পাকিস্তানের হয়ে যুব ওয়ানডে অভিষেকের উপলক্ষ স্মরণীয় করে রাখলেন সামির মিনহাস। দেড়শ ছাড়ানো বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী ব্যাটসম্যান।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচে ১৪৮ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন সামির। দুবাইয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে তার ইনিংসটি গড়া ১১ চার ও ৮ ছক্কায়।
যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। সামির পেছনে ফেলে দিলেন গত বছর একই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে শাহজাইব খানের ১৫৯ রানের ইনিংসকে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন সামিরের। এখানে তিনি ছাড়িয়ে যান একই শহরে তার কিছুক্ষণ আগে ১৭১ রানের ইনিংস খেলা ভারতের বৈভাব সুর্যবংশিকে।
সামিরের পাশাপাশি এদিন সেঞ্চুরি করেন আহমেদ হুসাইনও। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানে ২ উইকেট হারানোর পর, তৃতীয় উইকেটে সামির ও আহমেদ গড়েন ২৯৩ রানের জুটি।
যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনও ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩০৩ রান যোগ করেছিলেন তারা।
৫০ ওভারে পাকিস্তান করে ৩ উইকেটে ৩৪৫ রান। পরে বোলারদের সম্মিলিত অবদানে মালয়েশিয়াকে ৪৮ রানে গুটিয়ে ২৯৭ রানের বিশাল জয় পায় তারা। ম্যাচ-সেরার পুরস্কার জেতেন সামির।

