অভিষেক টেস্টে ম্যাচসেরা শতরান করা জয়সওয়াল

0

টেস্ট অভিষেকেই চমক দেখালেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। শুধু সেঞ্চুরি না, পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি দাপটে মাত্র ১৫০ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের স্পিন ফাঁদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। গুটিয়ে যায় মাত্র ১৩০ রানেই। এতে ইনিংস ও ১৪১ রানের বিশাল জয় পায় ভারত।

এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করেন অশ্বিন। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১২ উইকেট নিলেন কোনো স্পিনার। এছাড়া রবীন্দ্র জাদেজা দুই ইনিংস মিলে পাঁচ উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here