অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে নাম জড়াল সেই ‘জাহ্নবীর’

0

গত কয়েক মাস যাবত বিচ্ছেদের গুঞ্জনে বারবার খবরের শিরোনাম হচ্ছেন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়। তাদের কখনও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করতে আবার কখনও দেখা যাচ্ছে একসঙ্গে চুটিয়ে আনন্দ করতে। এমন পরিস্থিতিতে ভক্তরা যখন কিছুই বুঝে উঠতে পারছেন না, ঠিক তখনই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই আলোচিত জাহ্নবী কাপুর নামে এক মডেল।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের খবরেও রেগে গেছিলেন জাহ্নবী কাপুর। জাহ্নবী এ সময় অভিষেকের প্রথম স্ত্রী বলে দাবিও করেন। অভিষেককে না পেয়ে সে সময় আত্মহত্যার জন্য নিজের হাত কেটে রক্তও ঝরিয়েছেন তিনি। অনেকেই জাহ্নবী কাপুর নামটি শুনলেই বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়েকে মনে করেন। কিন্তু না। অভিষেকের প্রথম স্ত্রী দাবি করা এ জাহ্নবী অন্যজন, এক ভারতীয় মডেল। 

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের দিন তাদের বিয়ে বন্ধও করে দিতে চেয়েছিলেন জাহ্নবী। কিন্তু অজানা কারণে হঠাৎই এরপর থেকে  জাহ্নবীকে আর কোথাও দেখা যায়নি। এদিকে, বিয়ের দিন এ বিষয়টি নিয়ে কোনো ঝামেলা না হলেও এতদিন পর অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদে জাহ্নবীর সে বিষয়টির কোনো সম্পর্ক রয়েছে কিনা- তাই ভাবছেন নেটিজেনরা। এদিকে এ তারকা দম্পতি নিজেদের বিচ্ছেদের বিষয়টি কোনোভাবেই মিডিয়ার প্রকাশ্যে আনতে চাচ্ছেন না। যে কারণে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় নেটিজেন আর ভক্তরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here