হারের বৃত্তে ঘুরছিল দল। টানা ১১ ম্যাচে ছিল না কোনো জয়। ঠিক সেই সময় নক্ষত্রের মতো আলো ছড়াতে নামলেন লিওনেল মেসি। পায়ের ঝলকে দারুণ ছন্দ তুলে নিজের অভিষেকটা করলেন আরো মায়াবী, মোহময়।
মেসির দুর্দান্ত নজরকাড়া গোলের ম্যাচে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
ম্যাচ শেষে মেসি বললেন, ‘আমাদের জন্য খুবই ভালো একটা ম্যাচ হলো। এমন শুরুই চেয়েছিলাম আমরা, মানুষকে জয় উপহার দিতে চেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই প্রতিযোগিতায় জয়ে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা করতে পেরে আমরা ভীষণ খুশি।’