মিরপুর টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন লরকান টাকার। এতে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটারও হয়ে গেলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন ১০৮ রান করে ইবাদত হোসেনের শিকার হয়ে ফিরেছেন টাকার। ১৪টি চার এবং একটি ছক্কায় সাজানো ইনিংসে খেলেছেন ১৬২ বল।
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় থাকা ম্যাচটিতে ইতিমধ্যে বড় লিড পেয়ে গেছে আইরিশরা। প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল সফরকারীরা, বাংলাদেশ করেছিল ৩৬৯ রান।