অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’ : দাবি ট্রাম্পের

0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু’টি প্রচারণায় ট্রাম্প বলেন, এই অভিযোগের অর্থ হলো ‘দুর্নীতিগ্রস্ত’ এফবিআই এবং বিচার বিভাগের ‘নির্বাচনে হস্তক্ষেপ’।

জর্জিয়ায় রিপাবলিকান পার্টির প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, ‘তারা প্রতারণা করছে, তারা দুর্নীতিগ্রস্ত। এই অপরাধীদের পুরস্কৃত করা যাবে না। তাদের অবশ্যই পরাজিত করা উচিত।’

ট্রাম্প এসব অভিযোগকে ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা একটি প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে ‘তামাশা’ এবং ‘বিচারের প্রতারণা’ হিসেবেও বর্ণনা করেছেন।

জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্বাচনী প্রচারণা চালান ডোনাল্ট ট্রাম্প। এসময় তিনি উপস্থিত রেকর্ড সংখ্যক সমর্থকদের ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here