অভিযুক্ত মরিনিয়ো

0

ইউরোপা লিগের ফাইনালের ঘটনায় এবার রোমা কোচ জোসে মরিনিয়োর বিরুদ্ধে অভিযোগ এনেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা । ম্যাচ অফিসিয়ালের সাথে বাজে আচরণ ও খারাপ ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হেরেছে রোমা। 

অনেক সিদ্ধান্ত রোমার বিপক্ষে গেছে দাবি করে ম্যাচের পর পুসকাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন মরিনিয়ো। সংবাদ সম্মেলনেও রেফারি টেইলরের কঠোর সমালোচনা করেন তিনি। মরিনিয়োর দাবি, রোমা ডাকাতির শিকার হয়েছে। 

এদিকে ম্যাচের পরদিন বুদাপেস্ট বিমানবন্দরে রোমা সমর্থকদের হেনস্তার মুখে পড়েন টেইলর ও তার পরিবার।তাকে ও তার পরিবারকে গালিগালাজ করছে রোমা সমর্থকরা। ইংলিশ রেফারি টেইলরকে লক্ষ্য করে চেয়ারও ছোড়া হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here