মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের এক কিশোর। শনিবার দুপুর ৩টায় ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি টেম্পুষ্টান্ড ব্রীজ সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, ‘আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় গ্রীল ওয়ার্কসপে কাজ করত। গত সাত দিন কাজে যায় না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় আত্মহত্যা করেছে।’