ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের সর্বোচ্চ মানসম্পন্ন আইনি সেবাসহ বিভিন্ন সার্ভিস দেওয়ার প্রত্যয় নিয়ে মেরি দ্যা ওভারভিলিয়ে এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিগ্যাল এইড ফ্রান্স এর উদ্বোধন করা হয়েছে।
লিগ্যাল এইডের প্রেসিডেন্ট এম এ আজাদের পরিচালনা দিনব্যাপী নানা আয়োজনে ববিনী সিটি কাউন্সিল মেয়র আবদেল সাদি, ওভারভিলিয়ে সিটি কাউন্সিলের সহকারী মেয়র সোফিয়েন করোমি, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান, সরুফ সদিওল, সালেহ আহমেদ চৌধুরী, শাহীন আরমান চৌধুরী, আলী হোসেন, আশরাফুল ইসলাম, তৌফিকা শাহেদ, মাহবুবুল হক কয়েছ, আব্দুল মালিক মানিক, সাংবাদিক ফেরদৌস করিম আখন্জী, মান্নান আজাদ, এনায়েত সোহেল, মোসাদ্দেক সাইফুল, নজমূল কবিরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।