অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড

0
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ড। দেশটির রাজধানী ডাবলিনের স্যাগার্ট এলাকায় পুলিশের সঙ্গে বড় সংঘর্ষ শুরু হয়েছে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে গত দুই দিনে ডাবলিন থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ২৯ জনের মধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার। আইরিশ পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিক্ষোভের সূত্রপাত গত ২০ নভেম্বর সোমবার। সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ। আটক নথিবিহীন অভিবাসীদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে।

সোমবার স্যাগার্টের সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে আইরিশ পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সের এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

এই ঘটনা প্রচারিত হওয়ার পর সিটিওয়েস্ট হোটেল ও তার আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অতি উৎসাহী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে বসেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল, হাতবোমা এবং আতশবাজি ছুড়েছেন বিক্ষোভকারীরা। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং তাদের মধ্যে অন্তত দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষোভ শুরুর পরের দিন মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরের দিন বুধবার গ্রেফতার করা হয় আরও ২৩ জনকে।

আয়ারল্যান্ডের বিচার বিষয়ক মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি তারা শান্ত না হন— তাহলে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। বিক্ষোভকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here