বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফারদিন খান। সিনেমাটি পরিচালনা করেন ফারদিনের বাবা ফিরোজ খান। এতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।
সেই ছবিটি নিয়ে নতুন বিতর্ক সামনে এলো। মাস কয়েক আগেই এক টুইটে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র সমালোচক, পাকিস্তানি সাংবাদিক উমায়ের সান্ধু। তিনি দাবি করেন, সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী, যে বলিউড অভিনেতা ফিরোজ খান এবং তার ছেলে ফারদিন খান দু’জনেরই শয্যাসঙ্গিনী হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার সেই পাকিস্তানি সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সেলিনা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উমায়ের সান্ধুর বিরুদ্ধে ভারতের জাতীয় নারী কমিশনে অভিযোগ করেছেন অভিনেত্রী। এরপর কমিশন থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করার আবেদন জানিয়েছে মহিলা কমিশন।