জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শিল্পী সমিতির সভাপতি শহীদ হাসান মিশা (মিশা সওদাগর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর অঞ্জনা রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার।
টানা ১০ দিন ঐ হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে অঞ্জনার চিকিৎসার ব্যাপারে তার সন্তান নিশাত মনি জানিয়েছিলেন, পিজিতে সর্বোচ্চ চিকিৎসা চলছে। তবে অবস্থা ভালো না।
অঞ্জনা রহমান ‘দস্যু বনহুর’ সিনেমা দিয়ে ১৯৭৬ সালে অভিনয়ে আসেন। দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমার জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।