অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করার ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তাকে মারধর করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। যে ভিডিও এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে।
ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এছাড়া রাজধানীর কাকরাইল এলাকার ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিওতে- সিদ্দিকের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে দেখা যায়। ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
সিদ্দিককে রমনা থানায় নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’
তবে সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি। এদিকে, বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকের মুঠোফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি।