নিজ বাসা থেকে ‘তারাক মেহেতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা ললিত মনচন্দার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিনেতা আত্মহত্যা করেছেন।
সোমবার উত্তরপ্রদেশের মিরাটে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতার মৃত্যুর কারণ যে আত্মহত্যা, তা নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের পাশে থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মিরাটে অভিনেতার বাসভবন থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে ৩৬ বছর বয়সী অভিনেতার পরিবারের সদস্য এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ। সম্প্রতি তার জীবনে কোনো কিছু ঘটেছিল কিনা বা মানসিক অশান্তিতে ছিলেন কিনা, এসব তদন্ত করা হচ্ছে। তবে তার কাছের মানুষরা দাবি করেছেন, গত কয়েক মাস মানসিক চাপে ছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনেও কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।
‘তারাক মেহেতা কা উল্টা চশমা’ ছাড়াও ক্রাইম পেট্রলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত। বড় পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন ললিত মনচন্দা।