অভিনেতা থেকে এবার ‘সংবাদ উপস্থাপক’ বিক্রান্ত ম্যাসি

0

এবার সংবাদ উপস্থাপকের চরিত্রে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে। সিনেমার নাম ‘দ্য সবরমতী রিপোর্ট’। প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। ভারতের গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ সাংবাদিকের ভূমিকাতেই ধরা দেবেন এই অভিনেতা।

“টুয়েলভথ ফেল” এর সাফল্য উদযাপনের মধ্যেই পরবর্তী ছবি ঘোষণা করলেন বিক্রান্ত। একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ছবিটির ঘোষণা করেন তিনি। ভিডিওতে সাংবাদিক শ্রাবণ কুমারের চরিত্রে অভিনয় করছেন তিনি। “দ্য সবরমতি রিপোর্ট”-এ ম্যাসি ছাড়াও থাকবেন রাশি খান্না এবং রিধি ডোগরা। রঞ্জন চন্দেল পরিচালিত এবং শোভা কাপুর, একতা আর কাপুর, অমুল ভি মোহন এবং আনশুল মোহন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরের মে মাসেই।

টিজার শেষ হয়েছে একটা লেখা দিয়ে, ২৭ ফেব্রুয়ারি ২০০২। গোধরা, গুজরাট। আগুনে পুড়ে মারা যায় ৫৯ জন, সেই নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে ঠিক ২২ বছর আগের ঘটনা। ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে বিক্রান্ত মাসে ক্যাপশনে লিখেছেন, ‘২২ বছর আগে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারানো ৫৯ জন নিরীহ মানুষকে শ্রদ্ধা জানাই। সবরমতী রিপোর্ট প্রেক্ষাগৃহে আসছে ২০২৪-এর ৩ মে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here