অবৈধ সীমান্ত অতিক্রমকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

0
অবৈধ সীমান্ত অতিক্রমকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তাঁদের দেশে প্রবেশের বিষয়ে সতর্ক করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

দূতাবাসের বক্তব্যে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। শেষ কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে, যারা মূলত মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

প্রথম দিকে ফেরত আসা ব্যক্তিদের হাতে হাতকড়া ও শেকল পরানো হতো না। তবে ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ এ ৩৯ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়, যার মধ্যে এক নারীও ছিলেন। এ সময় তাদের সবাইকে হাতকড়া ও পায়ে শেকল পরানো হয়েছিল।

ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রার সময় তারা সবসময় হাতকড়া ও শেকলে বাঁধা অবস্থায় ছিলেন। এই সময় শুধু রুটি ও পানি খেতে দেওয়া হয়েছিল।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, সীমান্ত অতিক্রমের ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা অনুযায়ী দণ্ডনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here