আন্তর্জাতিকঅবৈধ বসতির কাছে গোলাগুলি, দুই ইসরায়েলি সেনা আহতBy AmarNews.com.bd - March 20, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের ইউনিট জানিয়েছে, মঙ্গলবার বিকালে গুশ ইটজিয়ন জংশনের কাছে বন্দুক হামলায় দুই ইসরায়েলি আহত হয়েছেন। শারে জেদেক মেডিকেল সেন্টার জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল। বাকিজন সামান্য আহত হয়েছেন।