অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে একাধিক বাংলাদেশি গ্রেফতার

0

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণে অভিযান চালিয়ে ফের একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির মহারাষ্ট্রের নালাসোপরা এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ঘাটপোকর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রত্যেকেই নালাসোপরার আঁচোল নামক এলাকায় অবৈধভাবে বসবাস করছিল। ভারতে অবৈধ বসবাসের অভিযোগে গত মাসেই আহমেদ মিয়া শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারী কর্মকর্তারা জানতে পারে ওই ১৩ জন বাংলাদেশি নাগরিক নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়ে বসবাস করছিল।

এরপরই শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ৪ নাবালকসহ মোট ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের কারো কাছ থেকে ভারতে বসবাসের বৈধ নথি পাওয়া যায়নি।

ঘাটপোকার পুলিশ স্টেশনের সিনিয়র কর্মকর্তা অবিনাশ কালদাটে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রথমে ওই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। এরপর ট্রেনে চেপে মহারাষ্ট্রে চলে আসে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

ওই একই দিনে মহারাষ্ট্রের উল্লাসনগর ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা ঢাকার বাকরা বাজার এলাকার বাসিন্দা মীনা মুজিদ খান (৩০) ও মাহমুদ খান আসাদ খান (২৭) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে। তারা উভয়ই গত ১০ বছর ধরে আশেলাগেও এলাকার নিউ সাইবাবা কলোনিতে বসবাস করছিল।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা ভুয়া ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ওই এলাকায় বসবাস করছিল। জানা গেছে, মীনা স্থানীয় একটি হোটেলে বাসন মাজার কাজ করতো, আর মাহমুদ রাস্তায় জিনিস ফেরি করত। অবৈধভাবে বসবাসের অভিযোগ পেয়েই শনিবার ভোররাত ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে।

এদিকে, মহারাষ্ট্র জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় নিয়ে মুখ খুলেছেন রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তার অভিমত, দেশের নিরাপত্তার সাথে কোনো কিছু আপস করা হবে না। বাংলাদেশি নাগরিকদের সেদেশে নির্বাসিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি বৈঠক হয় সেখানে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।

অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ২ বাংলাদেশি নাগরিককে। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়া জেলার কল্যাণী থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, গ্রেফতার ২ বাংলাদেশি হলো সোহাগ মীর ও প্রণয় জয়ধর। কয়েক মাস আগে তারা উভয়েই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেই থেকে নদিয়ার কল্যাণীর অনুকূল মোড় এলাকায় আত্মীয় বাড়িতে ছিল। মূলত, কাজের সন্ধানে তারা ভারতে এসেছিল বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দু’জনকে গ্রেফতার করা হয়।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকেও এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বেবি বিশ্বাস নামে ওই মহিলার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। শনিবার রাতে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের কাছ থেকে ঘোরাফেরা করতে দেখে তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ।

সম্প্রতি ওই নারী বসিরহাটের অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মুম্বাইতে চলে যায়। কিন্তু সেখানে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হলে তার হাত থেকে বাঁচতে কলকাতা চলে আসেন। তার কাছে ভারতের অবস্থানের কোনো বৈধ নথিপত্র ছিল না।

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ-নথি ছাড়া দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে ইতিমধ্যেই দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here