অবৈধভাবে বসবাস, মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

0

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

তাদেরকে থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাবালে পুলিশ স্টেশন জানিয়েছে, নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। 

আটকদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন বলেই দাবি পুলিশের।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। 

সূত্র: এনডিটিভি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here