অবৈধভাবে আবারো ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: দুলু

0

সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবৈধভাবে আবারো ক্ষমতায় যেতে বিভিন্ন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সরকার। ক্ষমতার লোভে এই সরকার যা ইচ্ছে তাই করছেন। আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ ভোটে অংশগ্রহণ করবেন। এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির কোনো সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে ১৭ সেপ্টেম্বর ১ দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী রোড মার্চ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিই উত্তরাঞ্চলের শেষ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে তবেই বিএনপি ঘরে ফিরবে। যতক্ষন পর্যন্ত দেশে তত্ত্বাবধায়ক সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাঈন, মাফতুন আহম্মেদ খান রুবেল প্রমুখ।

নেতাকর্মীরা বগুড়া শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, কাঁঠালতলাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here