এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনেকটা পূর্বাভাস সত্য করেই দলে ঠাই মেলেনি ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদের। সাইলেন্ট কিলার তকমা পাওয়া রিয়াদকে বাদ দেওয়ার আয়োজনটা অনেকটা সশব্দেই চলেছে ক্রিকেট পাড়ায়। তবুও অতি আশাবাদী কেউ কেউ ভেবেছিলেন পুরনোর কৃতির জোরে দলে জায়গা পাবেন অভিজ্ঞ রিয়াদ। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর তালিকায় রিয়াদকে রাখা হয়নি।
এমন তালিকা দেখে রিয়াদ ভক্তরা মোটেও খুশি হতে পারেননি। অবশ্য এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এখনো। তবে রিয়াদ পরিবারের মুখ ও মন যে ভার, তা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না।
এই পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছেন এটা রিয়াদকে দল থেকে ছেটে ফেলার ক্ষোভের বহিঃপ্রকাশ। কেউ সেই পোস্টে দিয়েছেন দুঃখের রিঅ্যাক্ট, কেউ আবার এর উল্টোটাও করেছেন। যদিও মন্তব্য করার সুযোগ রাখেননি মন্ডি। তিনি কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন।
রিয়াদ না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা- এসব চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনা আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’